প্রতিদিন প্রতিবেদক মাভাবিওপ্রবি : শিক্ষা কেন্দ্রে প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নানা হয়রানি, প্রকাশ্যে অস্ত্র নিয়ে তান্ডব সহ বিভিন্ন অভিযোগে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ ছয় জন কে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদিত এবং প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে সাময়িক বহিষ্কারের নির্দেশ জানানো হয়।
এছাড়া ৭ কার্যদিবসের মধ্যে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শানো এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রবেশ ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আজীবন বহিষ্কারের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ সাধারন শিক্ষার্থীরা।
বহিস্কৃতরা হচ্ছেন, ৪র্থ বর্ষ ২য় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলী সানি এবং ছাত্রলীগ নেতা ২য় বর্ষ ১ম সেমিস্টারের এসএম রাশেদুল ইসলাম, জিল্লুর রহমান, মো. আবু হেনা মোস্তফা কামাল, মো. আতিকুজ্জামান ও অনিন্দ রায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম জানান, আমরা প্রক্টরিয়াল বডি, সকল ডিন, সকল প্রভোস্ট, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান সহ সকল শিক্ষকদের নিয়ে জরুরি সভায় ওই ৬ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
কারণ দর্শানো ও তদন্তের উপর তাদের শাস্তি বাড়ানো অথবা কমানো হবে। এছাড়াও সাময়িক বহিষ্কারে থাকা ওই ছাত্রদের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রবেশ ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
উল্লেখ্য, শুক্রবার(৮ মার্চ) রাতে জননেতা আব্দুল মান্নান হলের তিন তলায় তিন শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে ডেকে নিয়ে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদের হাত ভেঙে দেয়াসহ শাহপরান, শুভ ও রানাকে মারপিট করার ঘটনায় ছাত্রলীগ নেতা সহ ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার(১০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদিত এবং প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে সাময়িক বহিষ্কারের নির্দেশ জানানো হয়।
এছাড়া ৭ কার্যদিবসের মধ্যে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শানো এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রবেশ ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া হয়।