হারুন অর-রশিদ উজ্জ্বল: করোনাভাইরাস মহামারি নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়িত করার জন্য বুধবার (২২ এপ্রিল) সকালে টাঙ্গাইল-০৮ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের এর অনুপ্রেরণায় খান টেক্রটাইল লিমিটেডের এম.ডি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাফর আলী খানের সার্বিক অনুদানে টাঙ্গাইলে সেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য ৪০০ পিস উন্নতমানের পিপিই হস্তান্তর করেন।
তিনি ঢাকায় অস্থায়ীভাবে বসবাস করলেও তার স্থায়ী নিবাস কালিহাতী জেলার পাইকড়া ইউনিয়নের গুলুরা গ্রামে। তিনি বলেন, মানব সেবা পরম ধর্ম, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ এই নীতিকে সামনে রেখে ছোট বেলা থেকেই মানব সেবাই কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যেতে চায়।