এম এম হেলাল, কালিহাতী: কালিহাতীতে পেশাগত দায়িত্ব পালনকালে ইউপি চেয়ারম্যানের উপস্থিতি ও মদদে দৈনিক সংগ্রাম এর কালিহাতী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মুনসুর হেলালকে বাধা প্রদান, অবরুদ্ধ ও হুমকি প্রদানের ঘটনা ঘটেছে।
১১ নভেম্বর সোমবার দুপুরে কস্তুরিপাড়া বাজারে বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি সংক্রান্ত জটিলতায় ইউপি চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষকে মারধরের ছবি ও ভিডিও ফুটেজ ধারণকালে এ ঘটনা ঘটে।
এব্যাপারে সাংবাদিক মুহাম্মদ মুনসুর হেলাল বলেন, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি সংক্রান্ত জটিলতায় মারামারির সময় পেশাগত দায়িত্ব পালনে মোবাইল দিয়ে ছবি তোলার সময় ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীর উপস্থিতি ও মদদে তার লোকজন আমাকে প্রায় দ্ইু ঘন্টা অবরুদ্ধ করে ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট (মুছে ফেলতে) করতে বাধ্য করে।
তারপরও জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইলের সকল কিছু ডিলিট ও রিস্টোর করে মোবাইলের আরও অন্যান্য ক্ষতি সাধন এবং সংবাদ প্রকাশে বিরত থাকতে ও সাগর-রুনির পরিণতির হুমকি প্রদান করেন।
এ ঘটনায় আমার জীবন ও পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা জনিত কারণে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার জিডি নং ৫৩২
অপরদিকে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার দাবি জানিয়েছেন কালিহাতী প্রেসক্লাব।