প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দীঘিরচালা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ শামীম (২৫) ও কালিহাতী উপজেলার বল্লা বেহালাবাড়ী গ্রামের শাহজাহানের ছেলে মোঃ সুমন (২৬)।
মঙ্গলবার (৩০জুন) টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
সোমবার রাতে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সখিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পরে তাদের দেহ তল্লশী চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।