সংবাদ শিরোনাম:

সখিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের বড়বাইদ চালা গ্রামে মঙ্গলবার দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক সুত্র ও এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ওই গৃহবধূ ঈদের আগের দিনও আত্মহত্যার জন্য বিষ পান করেন।

পরে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়া হয়। গৃহবধূর নাম রোকসানা আক্তার (২৬) স্বামী মোঃ আমিনুল ইসলাম। গৃহবধূর মৃত্যু নিয়ে বর্তমানে ওই এলাকায় এক প্রকার আলোচনার ঝর বইছে।

প্রতিবেশীসহ অনেকের ধারণা পারিবারিক কলহের জেরই মৃত্যুর মূল কারণ। অপর দিকে সখিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছেন।

সখিপুর থানার সেকেন্ড অফিসার মোঃ বদিউজ্জামাল বলেন এ ব্যাপারে আপতত একটি মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840