প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর মাধ্যমিক শিক্ষক সমিতি কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত সমিতি কার্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের চার প্রধান শিক্ষককে বহিঃস্কারের সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে গ্রহণ করা হয়।
পরে সখিপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাইফুল্লাহকে আহবায়ক করে সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
চার প্রধান শিক্ষক সমর্থিত শিক্ষক নেতৃবৃন্দের হুমকি-ধামকি ও সংঘর্ষের আশংকা সত্ত্বেও সমিতি কার্যালয়ে সভার কার্যক্রম সম্পন্ন করা হয়।
জানা গেছে, মাধ্যমিক শিক্ষক সমিতি সখিপুর শাখার মেয়াদ শেষ হয় গত ৩১জুলাই। মেয়াদ শেষ হবার পর ২৯আগষ্ট সাধারণ সভা ডেকে বর্তমান কমিটির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়।
যেহেতু মেয়াদ শেষ সেহেতু অবৈধ কমিটি কোন সভা আহবান করতে পারে না- এ দাবীতে চারজন প্রধান শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতি সখিপুর শাখার মেয়াদোত্তীর্ন সাধারন সম্পাদক সাইফুল্লাহর বাসায় গিয়ে সভা না ডাকার জন্য অনুরোধ করেন।
এ সময় চরম বাকবিতন্ডা হয়। পরের দিন ২৯আগষ্ট ওই চার প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সাধারন সভা অনুষ্ঠিত হয় এবং সভায় সাধারন সম্পাদক সাইফুল্লাহ অভিযোগ করেন তাকে লাঞ্চিত করেছে।
পরে কমিটির মেয়াদ ৬মাস বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় চার প্রধান শিক্ষকের নামে বহিস্কারের প্রথম চিঠি০৬ সেপ্টেমর এবং ২৩ সেপ্টেম্ব বহিস্কারের দ্বিতীয় চিঠি কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
প্রথম চিঠির উত্তর না দেওয়ায় দ্বিতীয় চিঠি এবং পরে তৃতীয় চিঠি পাঠানো হবে বলে মাধ্যমিক শিক্ষক সমিতি সখিপুর শাখার সাধারন সম্পাদক সাইফুল্লাহ জানিয়েছেন।
যে চার প্রধান শিক্ষককে বহিস্কারের সিদ্ধান্ন নেওয়া হয়েছে তারা হলেন-গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মতিউর রহমান ভূইয়া,সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কাইউম হোসাইন,
নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সহিদুল ইসলাম,কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া। তবে বুধবাবের সভায় ওই চার প্রধান শিক্ষককে ডাকা হয়নি।
তাদের অনুপস্তিতিতেই সভার কার্যক্রম শেষ হয়। চুড়ান্ত বহিস্কার সিদ্ধান্তের একজন প্রধান শিক্ষক মো.কাইউম হোসাইন বলেন, ইতিমধ্যে উকিল নোটিশ দেওয়া হয়েছে- এ অবৈধ কমিটির বিরুদ্ধে আমারা আইনী পদক্ষেপে যাব।
মাধ্যমিক শিক্ষক সমিতি সখিপুর শাখার সভাপতি প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম জানান, বুধবার চার প্রধান শিক্ষককে চুড়ান্তভাবে বহিঃস্কারের সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে গৃহিত হয়েছে।
এ নিয়ে উভয় পক্ষে টান টান উত্তেজনা বিরাজ করছে, যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে।