সংবাদ শিরোনাম:

সখিপুরে ধর্ষকের স্থানে অন্য যুবককে জেলহাজতে দিয়েছে পুলিশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ১০৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখীপুর পুলিশের ভুলের কারণে নির্দোষ তরুণের তারুণ্য জীবন নষ্ট হয়ে গেল।পিতা-মাতার আহা-জারিতেও মন গলেনি পুলিশের।তাকে ফাঁসানো হয়েছে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায়।

সখিপুরে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) ফুঁসলিয়ে অপহরণের পর কক্সবাজার নিয়ে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া এক নয়ন টাঙ্গাইল কারাগারে বন্দী রয়েছেন।

বন্দী নয়নের অনুরোধেই মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে ইতিমধ্যে আরেক নয়নকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। থানা পুলিশ বলছে- পরে গ্রেফতার হওয়া নয়নই আসল আসামি ও ধর্ষক নয়ন।

গত ৭ অক্টোবর বাসাইল বাসস্ট্যান্ড থেকে মামলার প্রকৃত আসামি নয়ন মিয়াকে (২২) গ্রেফতার করে পুলিশ। সে বাসাইল উপজেলার বাঘিল দারোগাবাড়ী নাকাসিম গ্রামের ফারুক ওরফে নূহু মিয়ার ছেলে।

এদিকে প্রথম গ্রেফতার হওয়া সখিপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে বাবুল হোসেন নয়নের জামিনের প্রক্রিয়া চলছে।

সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সখিপুর উপজেলার ওই ছাত্রী বাসাইলের চাপড়াবিল এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে নয়ন মিয়া ওই ছাত্রীকে ফুঁসলিয়ে কক্সবাজার নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইল ডিসি লেকের পাশে রেখে পালিয়ে যায়।

পরিবারের লোকজন মেয়েটিকে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি শুধু নয়নের নাম উেেল্লখ করে। পরে ২৬ সেপ্টেম্বর মেয়েটির মা বাদী হয়ে প্রতিবেশী শাহজাহান আলীর ছেলে বাবুল হোসেন নয়নকে আসামি করে থানায় মামলা করেন।

ওই মামলার ভিত্তিতেই পুলিশ প্রতিমা বংকী গ্রামের বাবুল হোসেন নয়নকে গ্রেপ্তার করে মেয়েটির মুখোমুখি করেন। সেখানেও মেয়েটি গ্রেফতার হওয়া বাবুল হোসেন নয়নকেই ধর্ষক হিসেবে চিহ্নিত করে। পরে নয়নকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, জেলগেটে প্রথম গ্রেফতার হওয়া নয়নকে জিজ্ঞাবাদের সময় সে বারবার নিজেকে নির্দোষ দাবি করছিল। পরে মেয়েটির কাছ থেকে কক্সবাজারের একটি আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড পাওয়া যায়।

ওই হোটেলের সিসি টিভি ফুটেজ দেখে এবং সেখানে দেওয়া মুঠোফোনের সূত্র ধরে প্রকৃত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। ইতোমধ্যে প্রকৃত আসামি বাসাইল উপজেলার নয়ন মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

প্রথমে ভুল তথ্য দেওয়ার বিষয়ে ওই মেয়েটি এখন বলছে- ‘ওই সময় আমার মাথা ঠিক ছিলো না।’ ওই এসআই আরো যোগ করেন, সম্ভবত মেয়েটি তখন ভয়ে ছিলো।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, এ বিষয়ে আমরা দ্রুত প্রতিবেদন দিয়েছি। আশা করছি আদালত নির্দোষ নয়নকে দ্রুত জামিন দিয়ে দিবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme