মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুরে আবারও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হারুন মিয়া (২৫) উপজেলার কালিয়ানপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনেরে ছেলে। তিনি সীড স্টোর একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন।
রোববার (৩১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে সখীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো আট জন এ।
ডা. আবদুস সোবহান আরও বলেন, গত ২৬ মে মঙ্গলবার সে সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসার পর তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। রোববার রাতে রিপোর্টে করোনা সেখান পজেটিভ থাকার কথা জানানো হয়। বর্তমানে সে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে। তার নমুনা পজেটিভ আসার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, করোনা আক্রান্ত হারুনের সাথে সংশ্লিষ্ট বাড়িগুলো সখীপুরে সার্বিক নিরাপত্তার স্বার্থে আপাতত লকডাউন করে দেয়া হবে।