প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
উৎসবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৮ ( সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) ।
এছাড়াও সুবর্ণ জয়ন্তী উৎসবে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, ব্যবসায়ী মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মর্তুজ আলী প্রমুখ।