প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে এক মাদকসেবী লাঠি দিয়ে পিটিয়ে আরেক মাদকসেবীকে খুন করেছে।
শনিবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদকসেবীর নাম ময়নাল মিয়া (৩৩)। সে কালিহাতী উপজেলার পলাশতলী এলাকার খালেক মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক রাজুকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।
জানা গেছে, পৌরশহরের শালগ্রামপুর রোড কাঁচাবাজার এলাকার রমজান মিয়ার ছেলে রাজু আহম্মেদ টাকা দিয়ে মাদকদ্রব্য কিনতে পাঠায় ময়নাল মিয়াকে। ময়নাল সে টাকা দিয়ে মাদকদ্রব্য না কিনে নিজেই খরচ করে ফেলে।
এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাজু ক্ষিপ্ত হয়ে ময়নালকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আশে পাশের লোকজন তাকে উদ্ধার কওে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়নাল মারা যায়।
সখিপুর থানার এসআই আয়নুল হক জানান, রাজু ও ময়নাল দু’জনেই মাদকসেবী। মাদক নিয়েই রাজু আহম্মেদ ময়নালকে পিটিয়ে হত্যা করেছে। ঘাতক রাজুকে গ্রেফতার করা হয়েছে।