প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে আলী হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আলী হোসেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার আড়াইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলী হোসেন দীর্ঘদিন যাবৎ ভালুকা ও সখিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা আড়াইপাড়া ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ উপজেলার আড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়ায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান জানান, আলী হোসেনের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।