প্রতিদিন প্রতিবেদক সখিপুর : লবনের কেজি ৫শত টাকা হবে-এ গুজবে সখিপুর উপজেলাবাসী চাহিদার চেয়ে অতিরিক্ত লবন ক্রয় করায় পৗরসভা ও ৮টি ইউনিয়নের হাট-বাজারে লবন সংকট দেখা দিয়েছে।
এদিকে দ্রব্যমূল্যের মূল্য টাঙ্গিয়ে না রাখায়, ক্রয়মূল্য কত বিক্রয় কত টাকা সহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সন্ধ্যায় সখিপুর সিনেমা হল রোডে আল-আমিন স্টোর প্রোঃ সাবাশ খাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা।