মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখিপুর উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আজাহার আলী (৪৫) রোববার (১৯ এপ্রিল) সকাল দশটায় শ্বাস কষ্ট জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
এ বিষয়ে তার স্ত্রী বলেন, তিনি গত ২/৩ দিন যাবৎ শ্বাস কষ্ট জনিত সমস্যায় ভুগতে ছিলেন তাকে একাধিকবার হাসপাতালে নিতে চাইলেও তিনি যেতে রাজি হননি । সকালে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ শামীমা আহমেদ তাকে মৃত ঘোষনা করেন।
উর্ধতন কর্মকর্তাদের সংগে আলোচনা করে ঢাকা রোগতত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত তার শরীরে করোনা ভাইরাস বা অন্য কোন উপসর্গ ছিলো কিনা সে ব্যপারে নিশ্চিত কিছু বলা যাবেনা। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে জানা যায়, ছিলিমপুরস্হ পারিবারিক কবরস্হানে ইতি মধ্যেই তার লাশ দাফনের প্রক্রিয়া চলছে।