সংবাদ শিরোনাম:
নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন

সখিপুরে স্ত্রী মর্যাদা আদায়ে প্রেমিকের বাড়িতে অনশন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সথিপুর: সখিপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে গত দুই দিন যাবৎ অনশন শুরু করেছেন ঢাকার এক তরুনী। বুধবার দুপুর থেকে সে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা চৌরাস্ত্রা গ্রামের শামসুল হক মধু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী প্রেমিক আনোয়ার হোসেনের বাড়িতে এই অনশন শুরু করেন।

এদিকে ওই তরুনীর বাড়িতে আগমন জেনে প্রেমিক আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক তরুণীর মুঠোফোনের মাধ্যমে প্রেম হয়।

ওই তরুনী জানান, প্রেমের সূত্রে গত এক বছর আগে তারা কাবিন রেজিস্ট্রিমূলে বিয়েও করেন। তবে এ বিয়ে মুঠোফোনের মাধ্যমে হলেও গত (৩ সেপ্টেম্বর) প্রেমিক আনোয়ার হোসেন মালয়েশিয়া থেকে দেশে এসে কাজী অফিসে নিজে ওই কাবিনে স্বাক্ষর করেন।

পরে ঢাকায় তাদের বাসায় ৫দিন অবস্থানের পর কিছু না বলেই উধাও হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ কারণে তিনি প্রেমিক আনোয়ারের গ্রামের বাড়িতে এসেছেন নিজের স্ত্রীর মর্যাদার দাবিতে।ওই তরুনী আরও বলেন, তার খোঁজে বাড়িতে আসায় আনোয়ারের স্ত্রী ও অন্যরা আমাকে ব্যাপক মারপিট করেছে।

এ বিষয়ে বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, তিনি ওই বাড়িতে গিয়ে অনশনরত তরুনীর সঙ্গে কথা বলেছেন। সার্বিক বিষয়াদি তাকে ওই তরুনী অবগত করলেও প্রেমিক আনোয়ার হোসেন সটকে পড়ায় কোনো সিদ্ধান্তের কথা এখনোও বলা যাচ্ছে না।

এদিকে ওই তরুনী তার স্ত্রী’র দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঘটনাটি জানার পর বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমকে জিজ্ঞাসা করলে তিনি জানান ঘটনাটি মীমাংসা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme