প্রতিদিন প্রতিবেদক : সখিপুর উপজেলার বড়চওনা বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহ্জালাল উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়চওনা বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ, ময়মনসিং শাখার ব্যবস্থাপক মাসুম বসুনিয়া, সখিপুর কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, নাগড়পুর শাখার ব্যবস্থাপক আব্দুল হাকিমসহ গ্রাহক, স্থানীয় জন প্রতিনিধি ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।