প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্গনের দায়ে এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মো.শহিদুল ইসলামকে এ জরিমানা করেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্গণ করায় কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।