প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুরে কোচ আদিবাসী সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার দুপুরে উপজেলার দোপারচালা উপজাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে বন্ধের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সন্ন্যাসী রমেশ কুমার, মুক্তিযোদ্ধা এছাক মিয়া ও আরিফা বেগম।
মানববন্ধনে দুই শতাধিক কোচ আদিবাসী, দোপারচালা উপজাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা স্থানীয় আদিবাসীদের চোলাইমদ তৈরি, সেবন, বিক্রি, অন্যান্য মাদকদব্য ব্যবহার, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধের দাবি করেন।