প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে চায়না জাল দিয়ে মাছ ধরার অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হা মীম তাবাসসুম প্রভা আজ ১৩ জুলাই মঙ্গলবার উপজেলার যাদবপুর বেড়বাড়ী নিন্ম এলাকা থেকে এসব জাল জব্দ করে পুড়িয়ে দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা উপস্থিত ছিলেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হা মীম বলেন, এক শ্রেণির অসাধু মৎস্য শিকারী এ জাল দিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করছিলেন। পরে অভিযান চালিয়ে জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।