সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির কালিহাতীতে বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আ. লীগ নেতার গাড়িতে আগুন নাগরপুরে প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
সখীপুরে বড় ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ছোট ভাই গ্রেফতার

সখীপুরে বড় ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ছোট ভাই গ্রেফতার

মির্জা সাইদুল ইসলাম সাঈদ : সখীপুর উপজেলার বড় চওনা গ্রামের পত্তিক সম্পতির জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আইয়ূব আলীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ছোট ভাই আজিজুল ইসলাম ওর‌ফে আ‌জিজ কালু (৪০) গ্রেফতার।

বুধবার (৩ মে) রাতে অস্ত্র সহ তাদের বাড়ী থেকে আটক করে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ জানান, মৃত রাইজুদ্দীনের তিন ছেলে। আইয়ুব আলী ( ৪৬) আজিজুল ইসলাম ওরফে আজিজ কালু (৪০) ও আলামিন। বড় ভাই আইয়ূব আলীর সংগে ছোট দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে।

এর জের ধরে ছোট দুই ভাই কৌশলে বড় ভাই আইয়ূব আলীর শোবার ঘরের বিছানার নীচে পিস্তল রেখে পুলিশকে খরব দেয়। রাতেই সখিপুর থানার এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হলেে এসে বিছানার নীচ থেকে ৭.৬২ মডেলের একটি পিস্তল উদ্ধার করেন ।

এ সময় আইয়ূব আলী বাকরুদ্ধ হয়ে যায়। তখন পুলিশের চোখে পরে আইয়ুব আলীর ঘরের পেছনের জনালাটি খোলা। এতে সন্দেহ হয় পুলিশের। তখন সংবাদ দাতা আজিজ কালু পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন আইয়ুব আলীকে ফাঁসানোর জন্যই তারা দুই ভাই মিলে এ কাজ করেছে।

পুলিশ তখন আইয়ুব আলীকে ছেড়ে দিয়ে আজিজুল ইসলাম ওর‌ফে আ‌জিজ কালু (৪০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এসময় পুলিশ আজিজ কালুর কাছে এই ৭.৬২ ম‌ডে‌লের বি‌দেশী পিস্তল পাবার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত বিবরণ দেন আজিজ কালু। তিনি বলেন তার আরেক ভাই আলা‌মিনের বন্ধু মোঃ শফিকুল ইসলাম তাদের এই পিস্তল সরবরাহ করেছে।

এর পরপরই পুলিশ আজিজ কালু কে নিয়ে আলামিনে ও তার বন্ধু শফিকুলকে খুঁজ‌তে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্প‌তিবার বি‌কেল পাঁচ টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত বাকি দুই আসামীকে গ্রেফতার করতে পড়েনি পুলিশ। তবে অভিযান অব্যাহত আছে।

পু‌লিশ জানায়, শ‌ফিকু‌লের বিরু‌দ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবা‌জির মামলা র‌য়ে‌ছে। এ কারণে সে এর আগেও দশ বছর জেল খে‌টে‌ছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ঘটনায় এসআই জা‌হিদুল ইসলাম বা‌দী হ‌য়ে সখিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা ক‌রে‌ছেন। মূলত বড়ভাইকে ফাঁসাতে ছােট দুইভাই বিছানার নিচে অস্ত্র লুকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। আসামী আলামিন মিয়া ও তাঁর বন্ধু অস্ত্র ও চাঁদাবাজি মামলায় দশ বছর সাজাখাটা আসামী শফিকুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840