সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

সখীপুরে মদ পান করে মাতলামি করায় পিটিয়ে হত্যা

  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৯৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুরঃ টাঙ্গাইলের সখীপুরে মদ পান করে মাতলামি করায় এক মদ্যপায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কালিহাতী উপজেলার বেহুলাবাড়ি গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল কাশেম (৫০)।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির বন্ধু জামাল হোসেনকে (৪৮) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছেন। আটক জামাল হোসেন পুলিশকে জানান, দুই বন্ধু কাশেম ও জামাল মদ পানের জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। শেষ রাতে বাড়ি ফেরার পথে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েক যুবক লাঠি দিয়ে জামাল ও কাশেমকে পেটাতে থাকেন। জামাল দৌঁড়ে পালালেও কাশেমের বয়স একটু বেশি থাকায় তাঁকে পিটিয়ে আধমরা করে অজ্ঞাতনামা যুবকেরা গা ঢাকা দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে গ্রামের লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসী ওই মরদেহ শনাক্ত করতে পারেননি। পরে রাতে নিহত কাশেমের ছেলে থানায় এসে মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে নিহত কাশেমের ছেলে আবদুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে মরদেহ শনাক্ত করে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে বলে পুলিশ জানিয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সুরতহাল প্রতিবেদনে কাশেমের পিঠে ও হাতে লাঠি দিয়ে পেটানোর দাগ রয়েছে বলে উল্লেখ করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পুড়ুন, সখিপুরে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আজ সকাল ১১টায় সখীপুর উপজেলা পরিষদ চত্বর ও মুক্তার ফোয়ারা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল) মহিলা ভাইসচেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কে বি এম রুহুল আমীন সহ উপজেলা প্রশাসন ও স্থানীয় আরো অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের কার্যকারিতা, নিরাপদ দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য সচেতনতার নানাদিক তুলে ধরে  বক্তব্য উপস্থাপন করেন। যাতে জনসাধারণ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকে এবং সুস্থ ও নিরাপদ থাকতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, আজ থেকে উপজেলায় সরকারি,বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানের সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক পড়ে আসতে হবে, মাস্ক ব্যবহার না করলে কোনো গ্রহীতাকে সেবা দেওয়া হবেনা, কোনো সেবা গ্রহীতা যদি গরিব ও অসহায় হয় তাঁকে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনে দিতে হবে বলেও উল্লেখ করেন।

এছাড়া মাস্কবিহীন কোনো ব্যক্তি হাট-বাজার ও শপিংমলে প্রবেশ করলে মার্কেট মালিক সমিতি, বণিক সমিতি ও ইজারাদারদের উপর তার দায় বর্তাবে বলেও তিনি সতর্ক করে দেন এবং করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীতে সখিপুর বাসী কে নিরাপদ রাখতে তিনি সকলে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপস্থিত জনসাধারণের সাথে কথা বলতে গেলে এবং এ বিষয়ে জানতে চাইলে গোটাদেশের বর্তমান পরিস্থিতিতে  সর্বসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ কে সকলেই সাধুবাদ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme