প্রতিদিন প্রতিবেদক সখীপুর ঃ টাঙ্গাইলের সখীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মাকসুদুল হক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।