সখীপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রীর বিষপানে আত্মহত্যা

সখীপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রীর বিষপানে আত্মহত্যা

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে ২ সন্তানের জননী নুরুন্নাহার (৩২) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। নুরুন্নাহার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইন্দ্রাচালা গ্রামের আকাশ মিয়ার স্ত্রী।

নুরুন্নাহারের বড় ভাই বহুরিয়া ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন জানিয়েছেন, স্বামীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত বৃহস্পতিবার রাত ১০টায় নুরুন্নাহার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে ছাড়পত্র নিয়ে বাড়িতে আনা হয়। বাড়িতে পুনরায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে নুরুন্নাহারের মনমালিন্য চলছিল। এর আগেও কয়েক বার আতœহত্যার চেষ্টা করেন। গত এক সপ্তাহ ধরে তাদের সম্পর্কের চরম অবনতি হলে রাতে বিষপান করেন। সখীপুর থানা উপ পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840