প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুরে সড়ক দূর্ঘটনায় কামাল মিয়া (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সে উপজেলার বড়চওনা চটানপাড়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ী মোড়ে একটি বাস চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সখীপুর থেকে মোটর সাইকেলের যন্ত্রাংশ কিনে বাড়ী ফেরার পথে কচুয়া দেওয়ান বাড়ী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয়।