প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ২৫ কোটি ৪৬ হাজার ৬’শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
এতে আয় ধরা হয় ২৫ কোটি ৪৬ হাজার ৬’শ ১৪ টাকা ও ব্যয় ধার্য করা হয় ২৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭’শ ৬১ টাকা এবং স্থিতি ১ কোটি ৬৬লাখ ৬৪ হাজার ৮’শ ৫৩ টাকা। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, এছাড়াও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, প্যানেল মেয়র মো.বিল্লাল শিকদার, শহিদ শিকদার ও আরজিনা আক্তার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।