সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

সখীপুর বংশাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : বাসাইল-সখীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বংশাই নদীর বরইতলা ঘাটে সেতু নির্মাণের দাবিতে বুধবার (২০ নভেম্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সখীপুর উপজেলার বংশাই নদীর বড়ইতলী ঘাটে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সখীপুর উপজেলার শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বাসাইল উপজেলার কাউলকানী ইউনিয়নের গিলাবাড়ী এলাকার সহ্রাধিক সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানায়, বংশাই নদীর উপর বরইতলী ঘাটে একটি সেতুর অভাবে সখীপুর উপজেলার দাড়িয়াপুর, কৈয়ামধু, বেতুয়া, দেওবাড়ী, চাকলাপাড়া, বংকী, লাঙ্গুলিয়া; বাসাইল উপজেলার গিলাবাড়ী, কল্যাণপুর, ডুগনীবাড়ী, বার্থা, সুন্না, কলিয়া সহ ২৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। কয়েক হাজার শিক্ষার্থী সহ স্থানীয় লক্ষাধিক মানুষ বরইতলী ঘাট দিয়ে যাতায়াত করে থাকে।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি, আলমাস উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শাহীন আল মামুন।

বক্তারা বলেন, বরইতলী ঘাট সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন ও বাসাইল উপজেলার কাউলকানী ইউনিয়নকে একত্রিত করেছে। বংশাই নদীতে সেতুর অভাবে সখীপুর ও বাসাইল উপজেলার ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ ও স্কুল-কলেজ-মাদ্রারাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। তারা দ্রুত বংশাই নদীর উপর বড়ইতলী ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme