প্রতিদিন প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজার রাখতে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়নে বাসাখানপুর কাঁচা বাজার সরিয়ে (চালার মাঠ) খেলা মাঠে স্থানান্তর করা হয়েছে।
বুধবার ( ১৫ এপ্রিল) খেলার মাঠে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা উভয়েই নিরাপদ দূরত্ব মেনে বাজারে কেনাকাটা করছেন।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া লাবু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতার মঙ্গলবার বিকেল থেকে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজার রাখতে বাসাখানপুর কাঁচা বাজার সরিয়ে খেলা মাঠে স্থানান্তর করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে না হওয়া পর্যন্ত এ কাঁচা বাজার খেলার মাঠে প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত চালু থাকবে।
বাসাখানপুর বাজার কমিটির সভাপতি মোঃ আজাহার উদ্দিন জানান, বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকে সে জন্য প্রতিদিনই আমরা বাজার মনিটরিং করছি। এই মুহূর্তে আমাদের সবার সামাজিক দূরত্ব মেনে চলা খুবই জরুরি। তাই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।