প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ১৬ ব্যবসায়ীকে অর্থ দন্ড দেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংক্রমন প্রতিরোধে সন্ধ্যার পরে মুদি দোকানসহ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার, বউ বাজার, বাজিতপুর বাজার এবং সদর উপজেলার মিরের বেতকা ও করটিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ জনকে ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ০৫ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্ম কর্তকর্তা আতিকুল ইসলাম।
এসময় ব্যাটালিয়ন আনসার সদস্যরা সাথে ছিলেন। সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ও দোকানে আড্ডা দেয়া এবং বাইকে ঘুরে বেড়ানোর অপরাধে বেশ কিছু যুবককে বুক ডাউন দিয়ে ছেড়ে দেয়া হয়।