সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির কালিহাতীতে বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আ. লীগ নেতার গাড়িতে আগুন নাগরপুরে প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
সবুজের এমবিবিএস পড়ার দায়িত্ব নিলেন মহিলা ভাইস চেয়ারম্যান

সবুজের এমবিবিএস পড়ার দায়িত্ব নিলেন মহিলা ভাইস চেয়ারম্যান

প্রতিদিন প্রতিবেদক : অভাব-অনটনের কারণে চিকিৎসক হওয়ার স্বপ্নই থেকে যাচ্ছিল ভ্যান চালকের ছেলে সবুজের। অদম্য ইচ্ছা শক্তি নিয়েই সবুজ এবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় এ.জি ওসমানী মেডিকেল কলেজ সিলেট-এ ভর্তির সুযোগ পেয়েছে।
পরিবারে অভাব অনটনই তাদের নিত্যদিনের সঙ্গী। সবুজের ডাক্তরি লেখাপড়ার স্বপ্ন পূরণের জন্য তার পুরো দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল।

সবুজের পুরো নাম আশরাফুল ইসলাম সবুজ। সে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া পূর্বপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুর রশিদের ছেলে। তারা দুই ভাই। ছোট ভাই সবিজ রায়হান ধনবাড়ী মডেল কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির।

খবরটি বুধবার ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিক, আনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হওয়ার পর বিয়য়টি ধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকলে নজড়ে আসে। পরে জেব-উন-নাহার লিনা বকল স্থানীয় গণমাধ্যমকর্মীদের গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে। পরে সবুজের পরিবারের সাথে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে যোগাযোগ করে এবং তার মেডিকেলে পড়ার যাবতীয় দায়িত্ব তিনি নেন।

এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল বলেন, বিভিন্ন গণমাধ্যমে জানার পর মেধাবী শিক্ষার্থী সবুজের পড়ার দায়িত্ব নিয়েছি। ওর পড়ালেখার জন্য আমি চেষ্টা করে যাবো। ও যেন ভালোভাবে লেখাপড়া করে ভালো একজন ডাক্তার হতে পারে। সমাজের অভাবী মানুষের সেবা করতে পারে। এছাড়াও আমি অভাবী মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার জন্য নানাভাবে সহযোগিতা করে থাকি।

সবুজের পড়ালেখার দায়িত্ব নেয়ার পর সবুজের বাবা-মা জানান, এতে আমরা অনেক খুশি। সবুজ ডাক্তার হবে। আমরা গরিব মানুষ। ভ্যান চালিয়ে দিন আনি দিন খাই। আমার পক্ষে তার মেডিকেলের পড়াশোনা করার মত সামর্থ ছিল না। আমরা মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে চির কৃতজ্ঞ।
সবুজ বলেন, মহিলা ভাইস চেয়াম্যান ম্যাম আমার পড়ার দায়িত্ব নিয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। যা বলতেই পারবো না। আমি চিকিৎসক হওয়ার পর মানুষের সেবা করাই থাকবে আমার মূল লক্ষ।

এদিকে সবুজের পড়ালেখার দায়িত্ব গ্রহণের খবরটি প্রকাশ হওয়ার পর এলাকাবাসী, সুশীল সমাজ ও সবুজ যে স্কুল থেকে জেএসসি ও এসএসসি পাস করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষক এসএম মাসুদ কবির ধন্যবাদ মহিলা ভাইস চেয়ারম্যানকে জানান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840