সংবাদ শিরোনাম:
সরকারি ত্রাণ পায়নি সদরের কর‌টিয়া ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ড

সরকারি ত্রাণ পায়নি সদরের কর‌টিয়া ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ড

ইমতিয়াজ রুবেল : করোনার দূযোগের্ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত টাঙ্গাইল সদর উপ‌জেলার কর‌টিয়া ইউ‌নিয়‌নের ৭নং ওয়ার্ড।এ ওয়ার্ডটি টাঙ্গাইল পৌরসভা সংলগ্ন।এ ওয়াডের্ সহ্রাধিক গ্রামবাসী প্রতিনিয়ত পৌরসভার দিয়ে যাতায়াত করেন।

অবহেলিত এই ওয়াডের্ এক‌টি প‌রিবারও এ রিপোর্ট লেখা র্পযন্ত কোন প্রকার সরকা‌রি সহ‌যো‌গিতা পায়নি। যে কারণে ওয়াডের্ থাকা দিন মজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেনি-পেশার সাধারণ মানুষ ত্রাণের জন্য সহ পরিবারের মূখে খাবার তুলে দিতে ঘর থেকে রাস্তায় নেমেছেন। এর মধ্যে কর্মজীবিরা বিভিন্ন কমের্ খোঁজে এবং অনেকে বিভিন্ন স্থানে ত্রাণে জন্য হর্ণ হয়ে ঘুরছেন।

অথচ সরকার ঘো‌ষিত ত্রান টাঙ্গাইল সদরের বিভিন্ন স্থানে সহ উপজেলা পর্যায়েও দেওয়া হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে ঐ ওয়ার্ড অবহেলিত রয়ে গেছে। টাঙ্গাইল পৌরসভা সংলগ্ন গাড়াইল, লতিফপুর, করের বেতকা, মীরের বেতকা, নন্দি বেতকা ও দমদমা-এই ছয়টি গ্রাম নিয়ে গঠিত এ ওয়াডের্ প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছে। আর জনসংখ্যা প্রায় পনের হাজার।

এর মধ্যে গাড়াইল, লতিফপুর, করের বেতকা গ্রামে হত দরিদ্র ও দিন মজুরের সংখ্যা বেশী। এ ওয়াডের্ রিক‌্র‌্য চালক, অ‌টো চালক সহ সব মিলিয়ে বি‌ভিন্ন পেশার প্রায় পাঁচ হাজার লোক দরিদ্র।তাদের উপার্জনে চলে পরিবার।করোনা সক্রামনের ভয়ে সরকার ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে নিজে ও পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে ঘরে বসে থাকায় খাবারের অভাবে বিপাকে পরেছে পরিবার। এ‌দের ম‌ধ্যে অ‌নে‌কে না খে‌য়ে দিন কাটা‌চ্ছে, কেউ কেউ এক‌বেলা খে‌য়ে দিন পার কর‌ছেন।

যার কারনে করোনা সক্রামনের ভয়ের মধ্যেও কর্ম ও ত্রাণের খোঁজে সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে ছোটা ছুটি করছেন।

গাড়াইল গ্রা‌মের রাজ মিস্ত্রী মা‌জেদ জানান, এ গ্রা‌মের ক‌য়েক জন লোক তা‌দের নি‌জে‌দের টাকায় কিছু ত্রান দি‌য়ে‌ছে তাই পে‌য়ে‌ছি তা ছাড়া আর কোন কিছু আমরা পাই‌নি।

একই গ্রা‌মের দিন মজুর সামাদ, জাহেদ আলী, মিন্টু, হৃদয়, করের বেতকা গ্রামের রাজমিস্ত্রি মান্নান, চা দোকানদার সাজ্জাদ, দিনমজুর নজরুল, অসহায় বিধবা ছমিরন, লতিফপুর, দিনমজুর মহর, সেলিম, কালাম, হেলাল, ওসমান ও লাল মাহমুদ সহ আ‌রো অনে‌কে একই অ‌ভি‌যোগ করেছেন।

গাড়াইল গ্রামের সমাজসেবক কাউছার হোসেন ও লাবু মিয়া জানান, এ গ্রামে এখন পর্যন্ত কোন প্রকার সরকারি ও বেসরকারি কোন প্রকার ত্রাণ ও অনুদান আসেনি। তবে আমরা কয়েকজন মিলে যতটুকু সম্বভ গ্রামের দারিদ্র ও দিনমজুরদের সহযোগিতা করেছি। এ বিয়য়ে আমরা স্থানীয় সহ উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্শষ করছি।

যাতে দ্রুত গাড়াইল সহ এই ইউনিয়নের দরিদ্র এবং দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তা না হলে লকডাউন উপেক্ষা করে যে কোন সময় পেটের তাগিদে দারিদ্র পরিবারের কর্তারা রাস্তায় নেমে আসবে। এতে করে গ্রামে করোনার আতংক আরো বাড়বে।

স্থানীয় ইউ‌পি সদস‌্য ওয়া‌রেছুর রহমান নেছার জানান, আমার ওয়ার্ডে সরকা‌রি কোন ত্রান এখ‌নো আ‌সে‌নি আস‌লে সবাই‌কে দেওয়া হ‌বে ।

কর‌টিয়া ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ার‌ম‌্যান মো: খালেকুজ্জামান চৌধুরী মজনু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ইউনিয়নে এখন পর্যন্ত কোন প্রকার সরকারি ত্রাণ আসেনি। এর পূবের্ জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণের জন্য একটি তালিকা চাওয়া হয়। আমরা তালিকা দিয়েছি। তালিকা অনুযায়ী ত্রাণ পাঠালে তা পর্যায় ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়াডের্ বন্টন করে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840