প্রতিদিন প্রতিবেদক : চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদের বাবা শামসুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে তার নামাজে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, বাসাইল সংবাদ ২৪ ডটকমের সম্পাদক এনায়েত করিম বিজয়।