প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এহসানুল হক শাহীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বাদ আছর টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও মরহুম এহসানুল হক খান শাহীনের বড়ভাই একরামুল হক খান তুহিনসহ মরহুমের পরিবারবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
দোয়া পরিচালনা করেন আকুর টাকুর পাড়ার মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাহবুবুর রহমান খান।