হাফিজুর রহমান: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বৃহত্তর মুশুদ্দি ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান এবং বৃহত্তর মধুপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আজীবন সভাপতি, কৃষিমন্ত্রীর ছোট মামা খন্দকার মঞ্জুর মোর্শেদ নান্নু মাস্টার শুক্রবার ২৭ জানুয়ারী দুপুর ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। মন্ত্রী শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাজা নামাজ রবিবার ২৯ জানুয়ারী সকাল ১১টা মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ও তানভীর হাসান ছোট মনির এমপি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, ধনবাড়ী পৌর মেয়র মনিরুজ্জামান বকল ও সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।