প্রতিদিন প্রতিবেদক: সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই পথসভা করেন উপজেলা কমিটি।
পথসভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদও জানানো হয়। উপজেলা কমিটির সিপিবি সাধারণ সম্পাদক হানিফ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ।
সমাবেশে জাহিদ হোসেন খান বলেন- সরকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন, এরই অংশ হিসেবে গত ১১ এপ্রিল সারের দাম কেজি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত আগষ্ট মাসে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বাড়িয়েছিল। গত এক বছরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়িয়েছে ফলে প্রতিটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে জনজীবন দুর্বিষহ করে ফেলেছে। এর জন্য খেসারত দিচ্ছেন দেশের কৃষক ও সাধারণ মানুষ।
তিনি বলেন, আমরা আজকের এই সভা থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা দাবি করছি- কৃষি, কৃষক ও জনগণের স্বার্থে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমাতে হবে। ফসলের লাভজনক দাম দিতে হবে, পল¬ীরেশন, গণবন্টন ব্যবস্থা ও শস্যবীমা চালু করতে হবে। প্রত্যেক কৃষককে কৃষিকার্ড দিতে হবে। ক্ষেত মজুর ও শ্রমিকদের দাবি মানতে হবে।