প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সামাজিক সেবামূলক সংগঠন ‘সেভ দি পিপল’ এর আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, ক্রীড়া সংস্থার জেলা কোচ মো. আরাফাত রহমান, সেভ দি পিপল এর সভাপতি ইয়াসিন আরাফাত লাবু, সাধারণ সম্পাদক খন্দকার শাহ্বাজ ইসলাম নয়ন প্রমুখ।
খেলায় ইয়ং টাইগারর্স ও ভাই বাদ্রার্স নামে দুটি দল অংশ গ্রহণ করে।
খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইয়ং টাইগারর্স। নির্ধারিত ১২ ওভারের খেলায় ৯৭ রান সংগ্রহ করে। পরে ভাই বাদ্রার্স ব্যাটিং করে ৭ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মো. আনোয়ার হোসেন।