প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী দেবাশীষ চক্রবর্তী।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুর রহিম মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম আনু। এ সময় বিভিন্ন এলাকার সেচ পাম্পের মালিকরা উপস্থিত ছিলেন।