সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
১৬নং ওয়ার্ড কাউন্সিলর স্বপনের বিরুদ্ধে ৫ প্রার্থীর সংবাদ সম্মেলন

১৬নং ওয়ার্ড কাউন্সিলর স্বপনের বিরুদ্ধে ৫ প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বি ৫ প্রার্থী।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সমর্থকদের হুমকি, সীমাহীন নির্বাচনী ব্যয়, একাধিক নির্বাচনী অফিস ও সময়সীমা অমান্য করে একাধিক মোটরসাইকেল, গাড়ী আর বহিরাগতদের নিয়ে প্রচারণা চালানো অভিযোগ তাদের।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

১৬ নং ওয়ার্ডের পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ খান মিঠু বলেন, গত ১৪ জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বর্তমান কাউন্সিলর ও প্রার্থী হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্ব ৬ প্রার্থী লিখিত অভিযোগ করি রিটানিং অফিসার বরাবর। ২৪ জানুয়ারি আইনশৃঙ্খলা মিটিং শেষে জেলা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিতে যান তিনিসহ বøাক বোর্ড প্রতীকের প্রার্থী এনামুল কবির। এ সময় ওই অফিসে উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর ও প্রার্থী হাফিজুর রহমান স্বপন। রিটানিং অফিসার বরাবর অভিযোগ দেয়ায় তাকে দেখে নেয়ার হুমকি দেন বর্তমান কাউন্সিলর ও প্রার্থী হাফিজুর রহমান স্বপন।

উটপাখি প্রতীকের প্রার্থী বরকত আলী বকুল বলেন, বর্তমান কাউন্সিলর ও প্রার্থী হাফিজুর রহমান স্বপনের বিরোধিতা ও আমাকে সমর্থন দেয়া গত ২১ জানুয়ারি রাতে আমার সমর্থক বাচ্চু খানকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন তার ছোট ভাই এবং হত্যাসহ একাধিক মামলার আসামী যুবদল নেতা হাবিবুর রহমান শাহীন ওরফে কানা কালু। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামী ও বর্তমান কাউন্সিলর আর প্রার্থী হাফিজুর রহমান স্বপনের সহদর দুইভাই যুবদল নেতা হাবিবুর রহমান শাহীন ওরফে কানা কালু এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ শামীমসহ চকতৈল গ্রামের চিহ্নিত সন্ত্রাসী লাবু, রবি, আনিস বহিরাগতদের নিয়ে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছেন।

গাজর প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান বাবুল বলেন, গত ১৪ জানুয়ারি জেলা রিটানিং অফিসার বরাবর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পদপ্রার্থী (টেবিল ল্যাম্প প্রতীক) হাফিজুর রহমান স্বপনের নির্ধারিত ব্যয় বহির্ভুতভাবে টাকা খরচ, পাঁচটি কার্যালয় স্থাপন, ১০ থেকে ১২টি মোটরসাইকেল, ১টি নোয়াগাড়ী নিয়ে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালানো, প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের পোস্টার ছিড়ে ফেলাসহ প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও কর্মী-সমর্থকদের ভয়-ভীতি দেখাচ্ছেন মর্মে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়। তবে অদ্যাবধিও সে ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

পাঞ্জাবী প্রতীকের প্রার্থী শাহ্ জনি বলেন, নৌকার নির্বাচনের নামে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন বর্তমান কাউন্সিলর ও প্রার্থী হাফিজুর রহমান স্বপন। ইতিপূর্বে তিনি বিএনপি করলেও বর্তমানে করছেন আওয়ামীলীগ। তবে তার সহদর দুইভাই এখনও বিএনপির রাজনীতিতে সক্রিয়।

নির্বাচনে বিশৃঙ্খলা চাননা তারা। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের দ্রæত গ্রেফতার ও নির্বাচনী সুস্থ পরিবেশের দাবি করেছেন এই প্রার্থী।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ডের বøাক বোর্ড প্রতীকের প্রার্থী এনামুল কবির।

এ বিষয়ে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার এইচএম কামরুল হাসান জানান, অভিযোগ পেয়ে তারা ওই প্রার্থীকে ডেকে এনে সতর্ক করেছেন। পরে মোবাইল টিম গিয়ে একাধিক কার্যালয় ও ফেস্টুন খুঁজে পায়নি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840