সংবাদ শিরোনাম:

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁস নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদেও ফাঁসির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

রবিবার বেলা ১২ টায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষে সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদেও সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme