আবারও টাঙ্গাইলের হাফেজ তাকরীমের বিশ্বজয়

আবারও টাঙ্গাইলের হাফেজ তাকরীমের বিশ্বজয়

বিশেষ প্রতিবেদক: দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। তার এ সাফল্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে খুশির জোয়ার বইছে।

তাকরিমের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামের সর্বস্তরের মানুষ। তারা বলছেন, তাকরিম শুধু ভাদ্রা বা নাগরপুর উপজেলা নয়, পুরো জেলাকেই সম্মানিত করেছেন।

জানা যায়, তাকরিম হেফজ পাশ করে ঢাকার মারকাযুল ফায়জুল আল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় কিতাব খানায় ভর্তি হয়েছেন। তার বাবা হাফেজ আব্দুর রহমান ঢাকার সাভারের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

তাকরিমের চাচাতো ভাই হাফেজ মো. আসাদুল্লাহ জানান, ২৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য গত ২০ মার্চ তাকরিম দুবাই যান। দ্বিতীয় রমজান থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। গত মঙ্গলবার রাতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে তাকরিম প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অর্জন করেছেন সৌদি আরবের খালিদ সুলায়মান।

তিনি আরও বলেন, ‘বুধবার বিকেলে তাকরিম দেশে ফিরেছেন। তার সঙ্গে তার বাবাও রয়েছেন। এর আগে, তাকরিম সৌদি আরব, ইরান ও লিবিয়ায় একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখান থেকেও সে সম্মান বয়ে এনেছে।’

স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন বলেন, ‘তাকরিমের এই সাফল্যে আমরা গর্বিত। আমাদের এলাকার ছেলে এতো বড় সম্মান বয়ে এনেছেন। এর আগেও, তিনি সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিল। তখন তাকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছিল।’

ওই গ্রামের হেকমত আলী বলেন, ‘তাকরিম আমাদের এলাকার গর্ব। যদিও সে ঢাকায় পড়াশোনা করে। তারপরও এলাকার প্রতিটি মানুষ তার সাফল্যের জন্য গর্বিত।’

টাঙ্গাইলের মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘তাকরিম শুধু তার নিজ গ্রাম বা উপজেলা নয়। তিনি সারা টাঙ্গাইল তথা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840