সংবাদ শিরোনাম:
ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের সুফলে টাঙ্গাইলের অনেকেই স্বাবলম্বী সখীপুরে মানববন্ধনে হামলা ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ ১৫জন আহত মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৮তম মৃত্যু বার্ষিকী পালিত টাঙ্গাইলে বখাটেদের টাকা না দেওয়ায় প্রবাসীকে নিয়ে তুলকালাম সাংবাদিক ও শিক্ষক প্রফেসর মির্জা এম এ মোমেন আর নেই টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ কালিহাতীতে পৌলীতে রেল সেতুর দুই পাশে বালু বিক্রির মহোৎসব মাদরাসা ছাত্রীর প্রেমের টানে ও ঘর বাঁধতে টাঙ্গাইলে আরেক ছাত্রী
ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট হবে না

ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট হবে না

বিশেষ প্রতিবেদক: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ‘এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ অংশে ২৮টি পয়েন্ট করা হয়েছে। এছাড়াও টাঙ্গাইল অংশে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। এসব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষনিক অপসারনের জন্য সিরাজগঞ্জে ছয়টি ও টাঙ্গাইলে ছয়টি রেকার প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি আছে। আশা করি এবছর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট হবে না।’

রোববার (১৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করা সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এ সভায় আমিন উল্লাহ আরো বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সোমবার যানজট নিরসনের মহাসড়কে মহড়া দেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সার্বক্ষনিক মাঠে দায়িত্ব পালন করবো। ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840