ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত

ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক: ১৫ মার্চ টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।

১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষক শহীদ আতিকের কবরে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করা হয়। শহীদ আতিকের পরিবার, কৃষক লীগ ও এলাকাবাসী এই দোয়ার আয়োজন করে।

পরে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন সহ-সভাপতি মো: মনির উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সেতারুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক মো: আবু হানিফ, ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: শফিকুল ইসলাম চোধুরী দুলাল, যুগ্ম আহবায়ক এস.এম. শোয়েব রানাসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময় ১৯৯৫ সালের ১৫ মার্চ সার কিনতে গেলে সারাদেশে নির্মমভাবে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানাভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840