নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সুবিধা বঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।

একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি ল্যাবওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ আলী, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ। বিতরণ অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া, সহ-সাধারন সম্পাদক মো. মনির হোসেন রাজু (রাজিব), উপদেষ্টা পরিষদের সদস্য মো. চাঁনখান, মো. মিজানুর রহমান শাহিনসহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সংস্থার উদ্যোগে এবছর ২৫০ জনকে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে বিকেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840