বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে শ্যালো মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৩ মে শনিবার দুপুরে উপজেলার সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ওই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।

জানা যায়, অন্যান্য দিনের ন্যায় জাহিদুল শ্যালো মেশিনের মাধ্যমে স্থানীয় ইরি ক্ষেতে পানি দিতে যায়। এসময় মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, ‘জাহিদুল দুপুরে মাটি কেটে বাড়িতে এসে ক্ষেতে পানি দিতে গিয়েছিল। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদুলের মৃত্যু হয়। দিনমজুরী ও শ্যালো মেশিনের মাধ্যমে সে সংসার চালাতো। এখন এই সংসার চালানোর মতো আর কেউ রইলো না।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়। পরে তার পরিবার লাশটি নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840