ভূঞাপুরে ১০ লাখ টাকা ছিনতাই

ভূঞাপুরে ১০ লাখ টাকা ছিনতাই

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জনতা ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন আব্দুল মালেক নামের এক ব্যক্তি। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৯ মার্চ) দুপুরে ভূঞাপুরে জনতা ব্যাংকের নিচতলার সিঁড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল মালেক জেলার ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মালেকের দুই ছেলে ইতালি প্রবাসী। তারা বাবার একাউন্টে টাকা পাঠান। রোববার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভূঞাপুর জনতা ব্যাংকে টাকা তুলতে যান মালেক। ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নিচতলায় নামতেই দুষ্কৃতিকারীরা তার মুখে স্প্রে ও হাতে বারি মেরে টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতিকারীরা হয়তো আগে থেকেই তাকে টার্গেট করে রেখেছিল। তবে ব্যাংকের নিচে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।

আব্দুল মালেক বলেন, ‘টাকা তোলার পর সিঁড়ি দিয়ে নিচে নামতেই ছয় দুষ্কৃতিকারী ঘেরাও করে মুখে স্প্রে ও হাতে বারি দেয়। পরে টাকাগুলো ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।’

জনতা ব্যাংক ভূঞাপুর শাখার ম্যানেজার লুৎফর রহমান বলেন, ‘মালেক ও তার স্ত্রী টাকা তোলার প্রায় ২০ মিনিট পর ব্যাংক থেকে বের হন। এরপর নিচের সিঁড়িতে ছিনতাইয়ের কবলে পড়েন।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এখনো অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও টাকার মালিকের সঙ্গে কথা বলেছে।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840