মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

৮ মার্চ সকাল সাড়ে দশ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, সহ -সভাপতি বাপ্পু সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840