মির্জাপুরে বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত

মির্জাপুরে বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে গড়বো বিজ্ঞানী সাজাবো বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহনে দুইদিন ব্যাপি বিজ্ঞান ক্যাম্প এক মুঠো বিজ্ঞান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) এই কর্মশালার আয়োজন করে। বুধবার উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিজ্ঞান ক্যাম্প হয়েছে। এর আগে মঙ্গলবার বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বাছাই করে হাতে কলমে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী দিনের বিজ্ঞান ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমুখ।

অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা তাঁর বক্তব্যের পুরোটা সময় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দুইদিনের বিজ্ঞান ক্যাম্পে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ প্রদান করেন।

বিজ্ঞান ক্যাম্পের সমাপনী দিনে উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে জানার সুযোগ পায় বলে জানান সিএইচআরএফ মির্জাপুর ফিল্ড অফিসের ইনচার্জ মোহাম্মদ শামীম হাসান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840