মির্জাপুরে ৭১’র প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্মৃতিচারণ

মির্জাপুরে ৭১’র প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্মৃতিচারণ

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়ান-সাটিয়াচড়ায় স্বাধীনতা যুদ্ধে গ্রাম বাংলায় সংঘটিত প্রথম প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্মৃতিচারণ সভা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় প্রতিরোধ যুদ্ধ স্মরণিকা মিলনায়তনে গ্রাম বাংলার প্রথম প্রতিরোধ যুদ্ধ স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। সংসদের সভাপতি টাঙ্গাইল জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক পৌর মেয়র এডভোকেট মোশারফ হোসেন মনি, আওয়ামী লীগ নেতা মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজীব প্রমুখ।

উল্লেখ, ৭১’র ৩ এপ্রিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়ান-সাটিয়াচড়ায় গ্রাম বাংলার প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840