সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ কালিহাতীতে পৌলীতে রেল সেতুর দুই পাশে বালু বিক্রির মহোৎসব মাদরাসা ছাত্রীর প্রেমের টানে ও ঘর বাঁধতে টাঙ্গাইলে আরেক ছাত্রী মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ সখীপুরে প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ টাঙ্গাইলের বাসাইল থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী আটক পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  টাঙ্গাইলে পারিবারিক কলহে পিতাকে পিটিয়ে আহত করেছে ছেলে সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা, মদ ও অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী আটক
সখীপুরে বনের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

সখীপুরে বনের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বনের আগুনে নিজের প্লটেই পুড়ে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের সদর বিটের আওতাধীন বেরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী বেরিখোলা গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এ ব্যাপারে সন্ধ্যায় তাঁর ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

পুলিশ ও রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি দুপুর বেলায় নিজের নামে বরাদ্দ হওয়া সামাজিক বনায়নের একটি প্লটে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের ধারণা আগুনে তার প্লট পুড়ে যাওয়ার পর পাশের আরেকটি প্লটে আগুন ছড়িয়ে পড়লে সে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে ওই বৃদ্ধ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে তার শরীরে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই সে পুড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, শুনেছি সে নিজের প্লটে আগুন ধরাতে গিয়ে নিজেই মারা যায়। এখানে কারো দায় নেই।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840