সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

সরকারি মুজিব কলেজে অনার্সে ভর্তি হতে পারছেন না নারী শিক্ষার্থীরা

  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার সরকারি মুজিব কলেজে অনার্সে ভর্তি হতে পারছেন না নারী শিক্ষার্থীরা। সরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক-শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, অধিভুক্তিপত্রে শুধু ছাত্রদের ভর্তি করার শর্ত দেওয়ার কারণে ছাত্রীদের এখন ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না।

জানা যায়, গত ৯ বছর ধরে ওই কলেজে দুটি বিষয়ে অনার্স খোলা রয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া একটি শর্তের কারণে অনার্সে নারী শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের ধারণা, সরকারি মুজিব কলেজই সম্ভবত এমন শর্তযুক্ত দেশের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নারীরা ভর্তি হতে পারছেন না।

সূত্র জানায়, ২০১২ সালের ৫ জুলাই সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সে ছাত্র ভর্তির অনুমতি পায়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই স্নাতক শিক্ষা কার্যক্রমের অধিভুক্তিপত্রে শুধু ছাত্রদের ভর্তি করার শর্ত দেওয়া হয়। ওই শর্তের কারণেই অনার্সে ভর্তি হতে পারছেন না ছাত্রীরা। অথচ একই কলেজের একাদশ, দ্বাদশ, ডিগ্রি (পাস) কোর্সে নারী-পুরুষ একসঙ্গেই পড়াশোনা করছেন।

কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘আমি যোগ দেওয়ার পর শর্তের কথা জেনেছি। কলেজের অন্যান্য শ্রেণিতে ছাত্র-ছাত্রী উভয়েই পড়াশোনা করছেন। অনার্সে ছাত্রীরা ভর্তি হতে পারেন না। এটি নারীর উচ্চশিক্ষার পথে অবশ্যই অন্তরায়। এরই মধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। ছাত্রী ভর্তির অনুমতি দেবো-দিচ্ছি করেও দেওয়া হয়নি।’

অধ্যক্ষ আরও বলেন, ‘কলেজে আরও ১১টি বিষয়ে অর্নাস খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এই কলেজ স্নাতক (সম্মান) পরীক্ষা কেন্দ্র হিসেবেও স্বীকৃতি পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত কলেজটিতে সখীপুরসহ আশপাশের উপজেলাগুলোর ছাত্র-ছাত্রীরাও উচ্চশিক্ষা লাভের সরকারি সুযোগ পাবেন বলে আশা করি।’

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা বলেন, ‘অধিভুক্তির সময় ঠিক কী কারণে এমন শর্ত দেওয়া হয়েছিল, আমার জানা নেই। আমি অধিভুক্তির ওই কাগজ খুঁজে দেখবো। যথাযথ প্রক্রিয়ায় অভিভাবক অথবা কলেজ কর্তৃপক্ষ ছাত্রী ভর্তির আবেদন করলে অধিভুক্তি কমিটির অনুমতি সাপেক্ষে ওই শর্ত বাতিল করা সম্ভব। তবে বিষয়টি অবশ্যই অধিভুক্তি কমিটির আলোচনা ও অনুমতি সাপেক্ষে হবে।’

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মুজিব মহাবিদ্যালয় নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম কলেজ। পরে ২০১৫ সালের ৮ অক্টোবর কলেজটি জাতীয়করণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme