সা’দত কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সা’দত কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিদিন প্রতিবেদক: সংস্কৃতির চারণভূমি, বঙ্গের আলীগড়খ্যাত সরকারি সা’দত কলেজের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান।

সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সা’দত কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শায়লা ইয়াছমিন।

এতে আরো উপস্থিত ছিলেন আরাফাত হোসেন আতিক, হৃদয় হাসান, মোঃ রতন মিয়া, রিফাত খান রানা, লুৎফর রহমান, মোঃ মনির আনছারী, সাইদুর রহমান ও সবুজ হোসেন ছাত্রদের হয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠিতটির সঞ্চালনায় ছিলেন ইসলামী শিক্ষার প্রভাষক মোঃ নাইমুল হাসান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান বলেন- বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করতে পারলে সা’দত কলেজের শিক্ষার্থীরাও সাফল্য বয়ে আনাতে পারবে। এসময় তিনি সরকারি সা’দত কলেজের উন্নয়নে নতুন অনার্স ট্রেড চালু করার চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840