প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে বিভিন্ন অটো রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঘাটাইল উপজেলা প্রশাসন। বুধবার (০১ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল র্যাব-১২ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ৪টি রাইসমিলে অবৈধভাবে চাল মজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিকদেরকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের কারনে দেশের দুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুদ করে রাখার দায়ে উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মণশাসন এলাকায় ৪টি রাইসমিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় এগ্রোবাংলা অটোরাইসমিল, পপুলার অটো রাইসমিল, শুভেচ্ছা অটো রাইসমিল এবং সৌরভ অটো রাইসমিল মালিকদেরকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থকবে বলে জানান তিনি।